রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি )সহযোগী সংস্থা পিকেএসেএফ এর তত্ত্বাবধানে ইফাদ ও ড্যানিডো এর অর্থায়নে সোপিরেট কতৃক বাস্তবায়িত Rural Microenterprise Transformation Project ( RMTP)। প্রকল্পের নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পন্য উৎপাদন ও বাজারজাতকরন শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও তরুণ উদ্যেক্তাদের আয় বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক পুষ্টি উন্নয়নে কারিগরী সহায়তা, প্রশিক্ষণ, ক্যাম্পেইন এবং বিভিন্ন প্রদর্শনী প্লট স্থাপনের মাধ্যেমে ভ্যালু চেইন উন্নয়ন, আর্থিক সেবার সম্প্রাসারণ এবং প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণের লক্ষ্যে ২০২৩ এর জানুয়ারী থেকে সোপিরেট কাজ করছে । সোপিরেট এর মাধ্যমে নোয়াখালি জেলার ০১টি (সুবর্ণচর) ; চাঁদপুর জেলার ০১টি (ফরিদগঞ্জ) এবং লক্ষীপুর জেলার ০২টি (লক্ষীপুর সদর ও রামগঞ্জ) সহ মোট ৪টি উপজেলায় ৪০০০ জন দরিদ্র, অতি-দরিদ্র এবং ক্ষুদ্র উদ্যেক্তাদের মাধ্যেমে বাস্তবায়ন করা হচ্ছে ।ভ্যালু চেইন প্রকল্পের আওতায় সমগ্র বাংলাদেশের মোট ৩,৪৫,০০০ সদস্যদের মাঝে প্রকল্প বাস্তবায়নের লক্ষমাত্রা রয়েছে । সোপিরেট আরএমটিপি প্রকল্প সোপিরেটের ক্ষুদ্র ঋনী সদস্যদের কে মৎস্য চাষের প্রশিক্ষনের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়নে এবং পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনার লক্ষে কাজ করছে।
Any Questions?