সোপিরেট প্রবীণদের মর্যাদাপূর্ণ, দারিদ্র্যমুক্ত, কর্মময়, সুস্বাস্থ্য ও নিরাপদ সামাজিক জীবন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩-এর সাথে সঙ্গতি রেখে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি রামগঞ্জ উপজেলার ২ নং নোয়াগাঁও ইউনিয়নে, ২০১৭ সালে ১লা জুলাই মাস ও ১৫ নং লাহারকান্দি ইউনিয়নে ১লা জুলাই, ২০১৮ ইং পিকেএসএফ এর আর্থিক সহযোগীতায় বাস্তবায়ন করা যাচ্ছে। কর্মসূচির আওতায় প্রবীণদের জন্য ২ নং নোয়াগাঁও ইউনিয়ন ও ১৫ নং লাহারকান্দি ইউনিয়নে সামাজিক কেন্দ্র নির্মাণ, পরিপোষক ভাতা ও বিশেষ সহায়তা প্রদান, প্রবীণ সম্মাননা ও প্রবীণদের সেবা প্রদানকারী শ্রেষ্ঠ সন্তান সম্মাননা, অতিদরিদ্র্য প্রবীণদের জন্য বিশেষ ঋণ সুবিধা ও প্রশিক্ষণ প্রদান, স্বাস্থ্যসেবা প্রদান ও ফিজিওথেরাপি এইড তৈরি, প্রবীণদের জন্য সামাজিক বিশেষ সুবিধা প্রদান ইত্যাদি কর্মকান্ড চলমান রয়েছে। মাঠ পর্যায়ে এ সকল কর্মসূচি বাস্তবায়নে ও সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালনের জন্য ২ নং নোয়াগাঁও ও ১৫ নং লাহারকান্দি ইউনিয়নে দুইজন প্রোগ্রাম অফিসার নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে ০২ টি ইউনিয়নে ১৫০ জন প্রবীণকে মাসিক ৫০০/- টাকা হারে বয়স্ক ভাতা প্রদান করা হচ্ছে।