সোপিরেট ২০১৭ ১লা জুলাই হতে পিকেএসএফ এর আর্থিক সহযোগীতায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় অধিক মনযোগী করে তোলার লক্ষে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি হাতে নিয়েছে। বর্তমানে সোপিরেট লক্ষ্মীপুর জেলার ৫ টি উপজেলা অর্থাৎ লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি এবং কমল নগর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে এ কর্মসূচি পরিচালনা করছে। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মেধা ও মননশীল চিন্তা-চেতনাকে জাগ্রত এবং তাদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এসব সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতার মধ্যে রয়েছে লেখালেখি, শুদ্ধাচার বিষয়ক এবং উচ্চারণ, আবৃত্তি ও বিতর্ক বিষয়ক কর্মশালা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, প্রবন্ধ ও গল্প লেখা, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, দেশাত্মবোধক গান, ছড়া গান, সুন্দর হস্তলিপি, চিত্রাঙ্কন, নৃত্য, অভিনয়, কুইজ, শুদ্ধভাবে দলীয় সঙ্গীত গাওয়া, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপণ, দেয়াল পত্রিকা উৎসব, বিতর্ক ইত্যাদি। এছাড়া ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতার মধ্যে রয়েছে- কাবাডি, ব্যাডমিন্টন, ফুটবল, সাতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম, হ্যান্ডবল, গরুরগাড়ী, দৌড়, স্কুল ভিত্তিক ক্রীড়া যেমন- অংক দৌড়, বিজ্ঞান দৌড়, সাধারন জ্ঞান দৌড়, মোরগ লড়াই, মিনি ম্যারাথন, সাইক্লিং, ক্রিকেট, দাড়িয়াবান্ধা ইত্যাদি। বর্তমানে কৈশোর কর্মসূচির আওতায় পাঁচটি স্কুল ফোরাম ও ৬ টি কিশোর এবং কিশোরী ক্লাব পরিচালিত হচ্ছে।