দেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে “কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (CMSME)” খাত গুরুত্ত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে । দেশের মোট কর্মসংস্থানে এ খাতের অবদান প্রায় ৮৩ শতাংশ। কুটির, মাইক্রো, ক্ষ্রদ্র ও মাঝারি উদ্যোগে (CMSME) যে কর্মসংস্থান হয়েছে তার ৯৪ শতাংশ হয়েছে কুটির ও মাইক্রো উদ্যেগে দেশের তরুনদের মধ্যে অধিকাংশই অদক্ষ ও সল্প দক্ষ যার ফলে তারা কাঙ্খিত মজুরী এবং শোভন কাজ (Decent Work)হতে বঞ্চিত। তরুনদের প্রযুক্তি ফাঁদ (Technology Trap) ও স্বল্প মজুরী (Low Wages) চক্র হতে বেরকরে নিয়ে আসা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি গ্রহন করা প্রয়োজন। এ জন্য পিকেএস এফ এবং বিশ্বব্যাংক এর যৌথ অর্থায়নে Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) শীর্ষক একটি প্রকল্প নকশা চুরান্ত হয়েছে যার আওতায় তরুনদের জীবন দক্ষতা উন্নয়নের (Human Skills Development) সাথে সাথে আধুনিক প্রযুক্তিগত জ্ঞন সমৃদ্ধ কারিগরি দক্ষতা ও প্রদান করা হবে। প্রকল্পটির কর্ম এলাকা হিসেবে কোভিড-১৯ এ বেশী ক্ষতি গ্রস্থ Urban ও Peri-urban এরিয়াকে নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের আওতায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ৫০,০০০ জনক্ষুদ্র উদ্যোক্তাকে তাদের ব্যবসায় উদ্যেগ পুনরায় চালু করতে সহায়তা করা; ৯০,০০০ জন তরুণ উদ্যোক্তাকে টেকসই ক্ষুদ্র উদ্যোগ পরিচালনা, জীবন দক্ষতা উন্নয়ন (Human Skills Development) ও কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা বৃদ্ধি এবং ৩৫,০০০ তরুণকে অভিজ্ঞ ও সফল উদ্যোক্তাদের ( মাষ্টারক্র্যাপ্টসপার্সন ) নিকট অনানুষ্ঠানিক শিক্ষানবিস হিসেবে হাতে কলমে কাজ শিখিয়ে উপযুক্ত কর্মে নিয়োজিত হতে সহায়তা করা হবে। সোপিরেটপিকে এস এফ এর আর্থিক সহযোগিতায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে তার