Integrated Agriculture Project, পিকেএসএফ ও সোপিরেটের যৌথ পরিচালনায় ২০২৩-২৪ অর্থ বছরে এর আওতায় সদস্য পর্যায়ে লক্ষ্মীপুর জেলার, সদর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি প্রযুক্তিভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন কাজ চলমান আছে। সমন্বিত কৃষি ইউনিট ভুক্ত কৃষিখাতের আওতায় সদস্য পর্যায় বিভিন্ন প্রদর্শনী পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যাবহার করে উচ্চমূল্যের ফসল চাষ, নিরাপদ সবজি উৎপাদন হাব-ক্লাস্টার, উচ্চফলনশীল নতুন জাতের ফসল চাষ, শস্য নিবিড়তা বৃদ্ধিতে উন্নত ফসল ধারা বজায় রাখা।
উৎপাদনশীলতা বৃদ্ধিতে সাথী ফসল, বস্তায় আদা চাষ, গ্রীস্মকালীন তরমুজ চাষ উদ্যোক্তা পর্যায়ে ট্রাইকো কম্পোস্ট উৎপাদন ও বাজারজাতকরন ইত্যাদি প্রদর্শনী বাস্তবায়নের কাজ করছে। ২০২৩-২৪ অর্থ বছরে ‘সমন্বিত কৃষি ইউনিট’ কৃষি খাতের আওতায় ৮৯ টি প্রদর্শনী বাস্তবায়নের লক্ষ্যমাত্রা রয়েছে। সক্ষমতা বৃদ্ধির জন্য সদস্য অনাবাসিক প্রশিক্ষন, মাঠ দিবস, কৃষি পরামর্শ কেন্দ্র পরিচালনা করার কর্মসূচী রয়েছে। সমন্বিত কৃষি ইউনিট’ এর আওতায় প্রদর্শনী বহির্ভূত কৃষকদের মাঝে ফেরোমন লিউর, সবজি বীজ বিতরন করা হবে।
এ ছাড়া যেসব প্রযুক্তি সম্প্রাসারন করা হচ্ছে সেগুলার টেকসহিতা,সফল প্রতিরুপায়ন, প্রযুক্তির সুবিধাসমুহ অন্যান্য সদস্যদের অবহিত করা, প্রযুক্তি তথ্য বিস্তার, বাজার সংযোগে ভূমিকা রাখার লক্ষ্যে নিরাপদ খাদ্য দিবস উদযাপন ,উপজেলা সমন্বয় ও পরিকল্পনা সভা, কৃষি প্রযুক্তিভিত্তিক তথ্য সম্বলিত বিলবোর্ড ও প্রযুক্তিভিত্তিক উপকরন সাইনবোর্ড স্থাপন, বুকলেট/পুস্তিকা প্রকাশ ইত্যাদি কর্মসুচী গ্রহন করা হয়েছে।
লক্ষ্মীপুরের কৃষিতে উন্নয়ন এবং কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই ইউনিট পরিচালনা করা হচ্ছে। এসব প্রদর্শনী বাস্তবায়ন করার উদ্দেশ্য হলো কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি তথা কৃষকের আয়-বর্ধন ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা।