বিশ্বব্যাংক (WB) এবং এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এর (AIIB) আর্থিক সহায়তায় প্রতিষ্ঠানসমূহের সংস্কার ও WASH পরিষেবাদি উন্নয়নে বাংলাদেশ পল্লী জল, স্যনিটেশন এবং হাইজিন হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবাযনের পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার৬.১ এবং ৬.২ এর এসডিজি লক্ষ্যগলির সাথে সমন্জস্য রেখে প্রকল্পটি গ্রহন করা হয়েছে। প্রকল্প বিকাশের উদ্দেশ্যগুলিহল (১) বাংলাদেশের গ্রামীণ নির্বাচিত অঞ্চলে জল সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থকর (WASH) পরিষেবাগুলির আ্যক্সেজ এবং গুণমান উন্নতকরা এবং (২) প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করা।

এই প্রকল্পটি ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে বাস্তবায়িত হবে। বিশ্বব্যাংক,পিকেএসএফডিপি এইচ বিভাগের ১৮ টি জেলার ৭৮ উপজেলায় বাস্তবায়িত হবে। এই প্রকল্পের আওতায় ‘Water Loan’ I ‘Sanitation Loan’নামক দু‘টিখাতে ঋণ সহায়তা প্রদান করা হবে। সোপিরেট পিকে এস এফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে তার কর্ম এলাকায় উক্ত প্রকল্প বাস্তবায়ন করবে।