সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রমঅগ্রসরমান বেসরকারী উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সার হতে শিক্ষা, স্বাস্থ্য, প্রবীণ হিতৈষী, কৈশর, রেইজ, আরএমটিপি, সমন্বিত কৃষি এবং দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ এর সনদ প্রাপ্ত (সনদ নং -০১৮৭৪-০২০৮৬-০০২৭৯)। সংস্থা কর্তৃক বাস্তবায়িত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় ক্ষুদ্র ঋণ কর্মসুচীর চলমান কার্যক্রমে ও কর্মএলাকা সম্প্রসারণের লক্ষ্যে নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য সৎ ও কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। কর্ম এলাকাঃ চট্টগ্রাম বিভাগের জেলা সমূহ (চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর)।

  • পদের নামঃ পিয়ন
  • পদের সংখ্যাঃ ২০টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি
  • অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
  • লিঙ্গঃ নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। তবে পুরুষ প্রার্থীদের অগ্রাধিকার দেওযা হবে।
  • বয়সঃ সর্বনিম্ন ১৮ বছর সর্বোচ্চ ২৫ বছর।
  • চাকরির ধরণঃ চুক্তিভিত্তিক

দায়িত্ব ও কর্তব্যসমূহঃ

  • অফিসের যাবতীয় আসবাবপত্র এবং রেকর্ড সমূহের সুন্দরভাবে আসন বিন্যাস সাধন করা এবং পরিস্কার পরিচ্ছন্ন করে রাখা।
  • ফাইল পত্র আনা-নেয়া করা, ফটো কপি করা, অফিস নর্থীপত্র সংরক্ষন, অফিসের যাবতীয় কাজে সার্বক্ষনিক প্রয়োজনীয় সহায়তা প্রদান।
  • অফিসের প্রয়োজনে ব্যাংক, শাখা ও অন্যান্য জায়গায় যাওয়া।
  • প্রতিটি ডেস্কে বিশুদ্ধ খাবার পানির বোতল সরবরাহ করা।
  • অফিসের নিরাপত্তার দায়িত্ব পালন করা এবং অফিসিয়াল কাজগুলি পরিপাটি করা।
  • সকাল, দুপুর ও বিকেল এর সকল প্রকার খাবার, চা ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সরবরাহ করা অর্থাৎ অতিথি আপ্যায়ন করা।
  • সকলের উপস্থিতি স্বাক্ষর সংগ্রহ করা।
  • কর্তৃপক্ষ কর্তৃক যে কোন ধরনের আদেশ ও নির্দেশ যথাযথভাবে পালন করা।

বেতন এবং সুযোগ সুবিধাদিঃ

  • মাসিক বেতন ১০,০০০-১৫,০০০ টাকা। অন্যান্য সুযোগ সুবিধাদি কাজের পারফরমেন্স অনুযায়ী প্রাপ্য হবেন।

আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ

আগ্রহী প্রার্থীগণকে আগামী ৩০শে এপ্রিল- ২০২৪ ইং তারিখ বিকাল ৫টার মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর স্বহস্তে লিখিত।

আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) সোপিরেট-এর প্রকল্প প্রধান কার্যালয়; শেখ রাসেল সড়ক, সমসেরাবাদ, লক্ষীপুর-৩৭০০. এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। খামের উপরে পদের নাম ও জেলার নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে।পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।

যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। ইতোপূর্বে দায়িত্ব পালনে অনিয়ম করেছেন, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

Apply for this position

Allowed Type(s): .pdf, .doc, .docx

Apply for this position

Allowed Type(s): .pdf, .doc, .docx