সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারী উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য, প্রবীণ হিতৈষী, সংস্কৃতি ও ক্রীড়া এবং দারিদ্র বিমচনে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ এর সনদপ্রাপ্ত (সনদ নং – ০১৮৭৪-০২০৮৬-০০২৭৯)। সংস্থা কর্তৃক বাস্তবায়িত ৪০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিচালনার লক্ষে নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য সৎ ও কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। কর্ম এলাকাঃ লক্ষীপুর জেলা সদর।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস পাস্।
অভিজ্ঞতা: মা ও শিশু স্বাস্থ, মেডিসিন এবং গাইনী বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। আলট্রাসোনোগ্রাম এর উপর ডিপ্লোমা থাকতে হবে। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল দ্বারা নিবন্ধিত হতে হইবে এবং হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। (স্বামী/স্ত্রী) হলে অধিকার দেয়া হবে।)
বেতন: ৪০,০০০ হাজার টাকা।
পদের সংখ্যা: ৬ জন
কর্মস্থল: লক্ষীপুর সদর
নিয়ম ও শর্তাবলী – পূর্ণাঙ্গ জীবন বিত্তান্ত, সকল সনদপত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত), সদ্যতোলা ২ কপি পিপি সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র, মোবাইল ফোন নম্বরসহ আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা, সোপিরেট, শেখ রাসেল সড়ক, সমসেরাবাদ, লক্ষীপুর-৩৭০০। বরাবর সরাসরি/ডাক/কুরিয়ার যোগে আগামী ৪ঠা এপ্রিল – ২০২৩ ইং তারিখের মধ্যে পৌঁছাতে হবে। (প্রয়োজনে মোবাইল – ০১৭১৬-৪৮২১৫৮/০১৭২৯-৩৭৯০১৭ এ যোগাযোগ করা যেতে পারে) শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আহবান করা হবে। খামের উপর আবেদনকৃত পত্রের নাম উল্লেখ করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলসহ যে কোন সিদ্দান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। সংস্থার ওয়েবসাইট – www.sopiretbangladesh.org.bd