সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারী উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য, প্রবীণ হিতৈষী, সংস্কৃতি ও ক্রীড়া এবং দারিদ্র বিমচনে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ এর সনদপ্রাপ্ত (সনদ নং – ০১৮৭৪-০২০৮৬-০০২৭৯)। সংস্থা কর্তৃক বাস্তবায়িত ৪০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিচালনার লক্ষে নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য সৎ ও কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। কর্ম এলাকাঃ লক্ষীপুর জেলা সদর।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে বিএ পাস্।
অভিজ্ঞতা: মাতৃ স্বাস্থসেবা প্রদানকারী প্রতিষ্টানে অথবা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে মার্কেটিং ও সেলসে এ ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মাঠ পর্যায়ে মার্কেটিং এ কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীদেরকে মাঠ পর্যায়ে সেবা বিপণন কাজে সংস্থার লক্ষমাত্রা অর্জনের জন্য ফামেসী/গ্রাম্য ডাক্তার/ ডাক্তার ও উদিষ্ট জনগোষ্ঠির সাথে সুসম্পর্ক তৈরির মানসিকতা থাকতে হবে। প্রার্থীদেরকে স্মার্ট, উদ্যোমী ও কর্মঠ হতে হবে। বৈধ লাইসেন্সসহ মোটর সাইকেল চালানোর পারদর্শী হতে হবে। নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
পদের সংখ্যা: ৫ জন
কর্মস্থল: লক্ষীপুর সদর
নিয়ম ও শর্তাবলী – পূর্ণাঙ্গ জীবন বিত্তান্ত, সকল সনদপত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত), সদ্যতোলা ২ কপি পিপি সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র, মোবাইল ফোন নম্বরসহ আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা, সোপিরেট, শেখ রাসেল সড়ক, সমসেরাবাদ, লক্ষীপুর-৩৭০০। বরাবর সরাসরি/ডাক/কুরিয়ার যোগে আগামী ২৫ই সেপ্টেম্বর-২০২২ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। (প্রয়োজনে মোবাইল – ০১৭১৬-৪৮২১৫৮/০১৭২৯-৩৭৯০১৭ এ যোগাযোগ করা যেতে পারে) শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আহবান করা হবে। খামের উপর আবেদনকৃত পত্রের নাম উল্লেখ করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলসহ যে কোন সিদ্দান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। সংস্থার ওয়েবসাইট – www.sopiretbangladesh.org.bd