আগ্রহী প্রার্থীগণকে আগামী ২৭ই অক্টোবর – ২০২২ ইং তারিখ বিকাল ৫টার মধ্যে নির্বাহী পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) সোপিরেট-এর প্রকল্প প্রধান কার্যালয়; শেখ রাসেল সড়ক,সমসেরাবাদ, লক্ষ্মীপুর-৩৭০০. এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা। নিয়োগ সংক্রান্ত যেকোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।
পদের নাম, শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও বেতন ভাতা এবং সুযােগ সুবিধাদিঃ
- খালি পদ: 2
- চাকরির ধরন: ফুল টাইম
- শিক্ষাগত যোগ্যতা:
- Graduate /Masters in any Subject.
- Computer Science Background Will be Given Preference.
- অভিজ্ঞতা: সর্বনিম্ন ৫ বছর
- চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ
- বয়স ৩০ থেকে ৩৫ বছর
- শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন
- কর্মক্ষেত্র:
- অফিসে
- মাঠ পর্যায়ে
- কর্মস্থল: লক্ষ্মীপুর
- বেতন: টাকা.২৫০০০ – ৩০০০০ (মাসিক)
চাকরির দায়িত্বসমূহ
- পিকেএসএফ এবং এমআরএ’র গাইড লাইন মোতাবেক ঋণ কার্যক্রম এর শাখাসমূহ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে MIS রিপোর্ট তৈরী করা।
- Microfin360 পরিচালনায় দক্ষ হতে হবে।
- কম্পিউটার সফটওয়ার ও হার্ডওয়ারের কাজ জানতে হবে।
- ক্ষুদ্রঋণ পরিচালিত প্রতিষ্ঠানের অভিজ্ঞতা থাকিতে হবে।
- ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং কম্পিউটার অফিস প্রোগ্রাম বিশেষ করে এক্সেলে পারদর্শী হতে হবে।
- পিকেএসএফ এর অডিট ও পরিদর্শন আপত্তি /পর্যবেক্ষণসমূহ এর নিষ্পত্তি কাজে সহযোগিতা এবং কেন্দ্রীয় কার্যালয়ের ক্যাশ বুক, জেনারেল লেজার, কন্ট্রোল লেজার, চেক ইস্যু রেজিষ্টার, সম্পত্তি রেজিষ্টার ও ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরনে বিশেষভাবে পারদর্শী হতে হবে।
- দায়িত্ব ও কাজের চাপ নেয়ার মানসিকতা থাকতে হবে।
- প্রথম ৬ মাস কাজকর্ম পর্যবেক্ষণে সন্তোষজনক বিবেচিত হলে পরবর্তীতে নিয়মিত করণের ব্যবস্থা নেয়া হবে।
সুযোগ-সুবিধাসমূহ
- Festival Bonus: 3 (Yearly)
- মোবাইল বিল প্রদান করা হবে।
- নিজ ও পরিবারের সদস্য (২ জন) গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা।
- উৎসাহ ভাতা, বৈশাখী ভাতা ও সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
- শিক্ষানবীশ কাল শেষে মূল্যায়নের ভিত্তিতে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা (বাৎসরিক ইনক্রিমেন্ট, বাৎসরিক ২টি উৎসবভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, এবং গ্রাচ্যুইটি) প্রদান করা হবে। দুই সন্তান প্রর্যন্ত এক হাজার করে দুই হাজার টাকা শিক্ষা ভাতা পাবেন।
জবের উৎস
বিডিজবস ডট কম অনলাইন জব পোস্টিং
অ্যাপ্লাই করার আগে পড়ুন
আগ্রহী প্রার্থীগণকে আগামী ২৭ই অক্টোবর – ২০২২ ইং তারিখ বিকাল ৫টার মধ্যে নির্বাহী পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) সোপিরেট-এর প্রকল্প প্রধান কার্যালয়; শেখ রাসেল সড়ক,সমসেরাবাদ, লক্ষ্মীপুর-৩৭০০. এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা। নিয়োগ সংক্রান্ত যেকোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।
আবেদন পদ্ধতি
Send your CV to sopirethr@gmail.com or to Email CV from MY BDJOBS account Click here
আবেদনের শেষ তারিখ: ২৭ অক্টোবর ২০২২