সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারি উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য , প্রবীণ হিতৈষী, কৈশোর এবং দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ সনদপ্রাপ্ত (সনদ নং-01874-02086-00279) ও পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত সংস্থার “নিরাপদ কৃষি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” জন্য উল্লেখিত পদে সংস্থার কর্মএলাকায় গ্রামীণ জনগোষ্টির সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জরুরী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।
- খালি পদ: ২
- কর্মএলাকা: চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলা সমূহ।
- চাকরির ধরন: ফুল টাইম
চাকরির দায়িত্বসমূহ
- মাঠ পর্যায়ে কৃষকদের কর্ম দক্ষতা উন্নয়নে তাদের কাউন্সেলিং করা ও তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য ট্রেনিং প্রদান করা।
- কৃষি খাত উন্নয়নে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সরকারি ও বেসরকারি খাতের নীতিমালা সমূহ পর্যালোচনা করা, নীতিমালা বাস্তবায়নের নতুন/ ব্যবসা বান্ধব নীতিমালা উন্নয়নের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট কোম্পানী অ্যাডভোকেসি করা।
- পিকেএসএফ হতে প্রতিবছর বাৎসরিক কর্মপরিকল্পনা গ্রহণ এবং সে অনুযায়ী এলাকাভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন, প্রকল্পের ইনপুট, প্রসেস ও আউটপুট মনিটরিংয়ে কার্যকরী ভূমিকা রাখা।
- মোট কর্মসময় এর মধ্যে কমপক্ষে ৫০% সময় মাঠ পর্যায়ের কর্মকান্ড বাস্তবায়নে ব্যয় করতে হবে এবং সাশ্রয়ীভাবে প্রকল্পের জনবল অফিস ব্যবস্থাপনার ভূমিকা রাখবেন।
- পিকেএসএফ প্রদত্ত প্রকল্পের চুক্তি পত্র, গাইড লাইন, বাজেট ও প্রকিউরমেন্ট নীতিমালা, লজিক্যাল ফ্রেমওয়ার্ক, বাজার ব্যবস্থার পরিবর্তন, ভিশন ফর চেঞ্জ ও এক্সিট কৌশল পাথওয়ে পর্যালোচনা করা এবং সে অনুযায়ী প্রকল্পের লক্ষ্য অর্জনে সচেষ্ট হওয়া।
- আর্থিক ব্যবস্থাপনা, অগ্রিম সমন্বয় ও পুন:ভরন কাজে ফাইন্যান্স, এডমিন এন্ড প্রকিউরমেন্ট অফিসার কে সহযোগিতা করা।
- উদ্যোক্তার প্রোফাইল তৈরি করতে সংশ্লিষ্ট বিষয়ে সহায়তা প্রদান, উদ্যোক্তাদের নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সহায়তা প্রদান।
- প্রকল্পের বেইজলাইন/ সাব-সেক্টর স্টাডি, মিড টার্ম রিভিউ, ইন্ডলাইন সার্ভে, প্রকল্পের শিখন, কেইস স্টাডি, বেস্ট প্রাক্টিস ইত্যাদি বিষয়ে প্রকাশনা তৈরি করতে যোগ্য পরামর্শক নিয়োগ ও কার্যসমূহ সম্পাদন করতে কার্যকরী ভূমিকা রাখা।
- পিকেএসএফ ও সংস্থার ঊর্দ্ধতন কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে সুষ্ঠু ভাবে ও অতি দ্রুত সময়ের মধ্যে কার্যসম্পাদনের বিষয়ে সমন্বয় করা এবং প্রকল্পের ফলাফল অর্জনের প্রকল্পের টিম হতে কর্মপন্থা গ্রহণ ও বাস্তবায়ন।
- এছাড়া সংস্থা কর্তৃক প্রদত্ত প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকান্ড যথাসময়ে সম্পন্ন করতে তৎপর থাকা।
শিক্ষাগত যোগ্যতা
- Bachelor of Science (BSc) in Agriculture, Master of Science (MSc) in Agriculture
- পাবলিক ব্শ্বিবিদ্যালয় হতে কৃষিতে ০৪ বছরের স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রী।
অভিজ্ঞতা
- ৫ থেকে ৭ বছর
- আবেদনকারীদের নিম্নলিখিত ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে:
- Project Management
- আবেদনকারীদের নিম্নলিখিত শিল্পক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে:
- Agro based firms (incl. Agro Processing/Seed/GM)
চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ
- বয়স ৩৫ থেকে ৪০ বছর
কর্মস্থল
- কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর
বেতন
- টাকা.৪৫০০০ – ৫০০০০ (মাসিক)
- বেতন ও ভাতা: সর্বসাকূল্যে মাসিক ৫০,০০০/- টাকা হারে বেতন প্রাপ্ত হবেন। এছাড়া উৎসব ভাতা হিসেবে প্রতিবছর এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ এবং বৈশাখী ভাতা হিসেবে মাসিক বেতনের ১০ শতাংশ অর্থ প্রাপ্ত হবেন। প্রতি বছর সংস্থার মূল্যায়নের উপর ভিত্তি করে বার্ষিক সর্বোচ্চ ০৫ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে। মাঠের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় যাতায়াত বিল প্রদান করা হবে। প্রকল্পের সংস্থান অনুযায়ী মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রাপ্ত হবেন।
সুযোগ-সুবিধাসমূহ
- Festival Bonus: 3 (Yearly)
- বেতন ও ভাতা: সর্বসাকূল্যে মাসিক ৫০,০০০/- টাকা হারে বেতন প্রাপ্ত হবেন। এছাড়া উৎসব ভাতা হিসেবে প্রতিবছর এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ এবং বৈশাখী ভাতা হিসেবে মাসিক বেতনের ১০ শতাংশ অর্থ প্রাপ্ত হবেন। প্রতি বছর সংস্থার মূল্যায়নের উপর ভিত্তি করে বার্ষিক সর্বোচ্চ ০৫ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে। মাঠের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় যাতায়াত বিল প্রদান করা হবে। প্রকল্পের সংস্থান অনুযায়ী মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রাপ্ত হবেন।
অ্যাপ্লাই করার আগে পড়ুন জীবনবৃত্তান্তের সাথে অবশ্যই *ছবি থাকতে হবে
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীগণকে আগামী ৭ই অক্টোবর – ২০২৩ ইং তারিখ বিকাল ৫টার মধ্যে নির্বাহী পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) সোপিরেট-এর প্রকল্প প্রধান কার্যালয়; শেখ রাসেল সড়ক,সমসেরাবাদ, লক্ষ্মীপুর-৩৭০০. এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। ( sopirethr@gmail.com ) – ইমেইলে আবেদন প্রেরন করা যাবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা। নিয়োগ সংক্রান্ত যেকোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।
আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর ২০২৩