সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারি উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য , প্রবীণ হিতৈষী, কৈশোর এবং দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ সনদপ্রাপ্ত (সনদ নং-01874-02086-00279) ও পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত সংস্থার “নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” (Rural Microenterprise Transformation Project (RMTP) শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্পের জন্য উল্লেখিত পদে সংস্থার কর্মএলাকায় গ্রামীণ জনগোষ্টির সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জরুরী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।

কর্মএলাকা: চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলা সমূহ।

পদের নাম, শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও বেতন ভাতা এবং সুযােগ সুবিধাদিঃ

  • খালি পদ: ১
  • চাকরির ধরন: ফুল টাইম
  • শিক্ষাগত যোগ্যতা:
    • Bachelor of Commerce (BCom) in Accounting
    • বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে স্নাতক ডিগ্রী
  • অভিজ্ঞতা: ৪ থেকে ৫ বছর
  • কর্মক্ষেত্র: অফিসে
  • বয়স: ৩৫ থেকে ৪০ বছর
  • কর্মস্থল: কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর
  • বেতন: ২৬০০০ – ২৮০০০ (মাসিক)
  • এছাড়া উৎসব ভাতা হিসেবে প্রতিবছর একমাসের বেতনের সমপরিমান অর্থ এবং বৈশাখী ভাতা হিসাবে মাসিক বেতনের ১০ শতাংশ অর্থ প্রাপ্ত হবেন।
  • ইনক্রিমেন্টঃপ্রতিবছর সংস্থার মুল্যায়নের উপর ভিত্তি করে বার্ষিক সর্বোচ্চ ০৫ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে।
  • যাতায়াত বিলঃ মাঠের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় যাতায়াত বিল প্রদান করা হবে।
  • মোবাইল ও ইন্টারনেট বিলঃ সংস্থার নিয়মানুযায়ী মোবাইল ইন্টারনেট ভাতা প্রাপ্ত হবেন।

চাকরির দায়িত্বসমূহ

  • একাউন্টস কাম প্রকিউরমেন্ট অফিসার পদের দায়িত্ব সমুহঃ
  • উপ-প্রকল্পের যাবতীয় আর্থিক ও হিসাব ব্যবস্থাপনা পরিচালনা এবং এতদ্সংশ্লিষ্ট রেজিস্টার,খতিয়ান ও অন্যান্য দলিলাদি হালনাগাদপূর্বক যথাযথভাবে সংরক্ষন করা।
  • উপ-প্রকল্পের আর্থিক ও হিসাব ব্যবস্থাপনা এবং ক্রয় কার্যক্রম এতদবিষয়ক ম্যানুয়াল ও নীতিমালা অনুসারে পরিচালনা করা।
  • প্রকল্পের অর্থায়ন ব্যয়ের হিসাব সংরক্ষণের ক্ষেত্রে কম্পিউটার-ভিত্তিক আধুনিক সফটওয়ার ব্যবহার করা এবং প্রকল্পের আর্থিক প্রতিবেদন মাসিক ভিত্তিতে পিকেএসএফ এ প্রেরন করা। প্রকল্পের আর্থিক লক্ষ্যমাত্রা ও অর্জন সাঞ্জস্যপূর্ণ না হলে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা এবং যথাযথ উদ্যোগ গ্রহন করা।
  • প্রকল্পের অন্যান্য কর্মকর্তাকদর সমন্বয়পূর্বক অর্থবছরভিত্তিক বাজেট প্রনয়ন।
  • নিয়মিত পুনর্ভরন/রেপ্লেনিসমেন্ট প্রক্রিয়ার বিল উত্তলনের মাধ্যমে উপ-প্রকল্পের অর্থায়নের যোগান ঠিক রাখা।
  • কর্মকান্ড বাস্তবায়নের প্রয়োজনে মাঠ পরিদর্শন করে সহকর্মীদের সহযোগিতা করা।
  • প্রকল্প সমন্বয়কারী ও ভিসিত্রিফ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব সুষ্ঠভাবে সম্পূন্ন করতে তৎপর থাকা।

সুযোগ-সুবিধাসমূহ

  • Festival Bonus: 3 (Yearly)

আগ্রহী প্রার্থীগণকে আগামী ৩১ শে ডিসেম্বর – ২০২২ ইং তারিখ বিকাল ৫টার মধ্যে নির্বাহী পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) সোপিরেট-এর প্রকল্প প্রধান কার্যালয়; শেখ রাসেল সড়ক,সমসেরাবাদ, লক্ষ্মীপুর-৩৭০০. এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। ( sopirethr@gmail.com ) – ইমেইলে আবেদন প্রেরন করা যাবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা। নিয়োগ সংক্রান্ত যেকোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।

আবেদনের শেষ তারিখ: ৩১ শে ডিসেম্বর – ২০২২

Apply for this position

Allowed Type(s): .pdf, .doc, .docx

Apply for this position

Allowed Type(s): .pdf, .doc, .docx