ক্ষুদ্রঋণ উন্নয়ন প্রকল্পঃ পিকেএসএফের ক্ষুদ্রঋণ উন্নয়ন কর্মসূচিকে আরও জোরদার করার লক্ষে পিকেএসএফ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিপি) আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমডিপি) শীর্ষক একটি নতুন প্রকল্প চালু করেছে । (MDP) পরিবেশগত ভাবে টেকসই এবং আর্থিকভাবে টেকসই উদ্যোগ গ্রহণের লক্ষে দেশজুড়ে ক্ষুদ্র ব্যাবসায়িদের সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে । প্রকল্পটির লক্ষ্য হল, পিকেএসএফের এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে অতিরিক্ত সংখক ৪০ অনুজীবী বেবসায়ীকে অন্তর্তভুক্ত করা । প্রকল্পের আওতায় প্রাপ্ত অর্থ শুধুমাত্র কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকান্ড পুনুরুদ্ধারে সহায়তা প্রদানের লক্ষে ঋন হিসাবে বিতরণ করছে । সোপিরেট পিকেএসএফ এর অর্থয়ানে উক্ত বাস্তবায়ন করেছে । ঋন গ্রহীতার ক্ষুদ্র উদ্যোগের দ্বারা যাতে পরিবেশ দূষণ না ঘটে এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিত না হয় সে বিষয়টি সহযোগী সংস্থার পক্ষ হতে নিশ্চিত করা হচ্ছে । এ ক্ষেত্রে Environmental and Social Management System Arrangement অনুসরণপূর্বক সংযুক্ত ফরম ব্যবহার করে পরিবেশগত উপযুক্ততা যাচাই; সামাজিক সুরক্ষা যাচাই এবং প্রযোজ্য ক্ষেত্রে উপজাতি ও ক্ষৃদ্র জাতিসত্ত্বা বা নৃ-গোষ্ঠির উপর প্রভাব যাচাই সম্পন্ন করে সহযোগী সংস্থার মাদ্যমে ঋণ বিতরণ করছে। সোপিরেপিকে এসএফ কতৃক প্রদত্ত নীতিমালা অনুসরণ করে তার কর্ম এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।
Any Questions?