সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারি উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য , প্রবীণ হিতৈষী, কৈশোর এবং দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ সনদপ্রাপ্ত (সনদ নং-01874-02086-00279) ও পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত সংস্থার “নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” (Rural Microenterprise Transformation Project (RMTP) শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্পের জন্য উল্লেখিত পদে সংস্থার কর্মএলাকায় গ্রামীণ জনগোষ্টির সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জরুরী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।

কর্মএলাকা: চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলা সমূহ।

পদের নাম, শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও বেতন ভাতা এবং সুযােগ সুবিধাদিঃ

  • খালি পদ: ১
  • চাকরির ধরন: ফুল টাইম
  • শিক্ষাগত যোগ্যতা:
    • Master of Science (MSc) in Fisheries
    • শিক্ষাগত যোগ্যতাঃ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিসারিজ অথবা ব্যবসায় প্রশাসন বিষয়ে ০৪ বছরের স্নাতকসহ ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। উপরোক্ত যোগ্যতার সাথে ফিসারিজ টেকনোলজি, ফিস প্রসেসিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারণ অগ্রাধিকার পাবেন।
  • অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর
  • আবেদনকারীদের নিম্নলিখিত ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে:
    • Sales & Marketing
  • কর্মক্ষেত্র: অফিসে
  • বয়স: ৩৫ থেকে ৪০ বছর
  • কর্মস্থল: কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর
  • বেতন: ৩৩০০০ – ৩৫০০০ (মাসিক)
  • বেতন ও ভাতাঃ সর্বসাকুল্যে মাসিক ৩৫০০০/- টাকা হারে বেতন প্রাপ্ত হবেন। এছাড়া উৎসব ভাতা হিসেবে প্রতিবছর এক মাসের বেতনের সমপরিমান অর্থ এবং বৈশাখী ভাতা হিসেবে মাসিক বেতনের ১০ শতাংশ অর্থ প্রাপ্ত হবেন।
  • ইনক্রিমেন্টঃ প্রতিবছর সংস্থার মূল্যায়নের উপর ভিত্তি করে বার্ষিক সর্বোচ্চ ০৫ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে।
  • যাতায়াত বিলঃ মাঠের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় যাতায়াত বিল প্রদান করা হবে।
  • মোবাইল ও ইন্টারনেট বিলঃ সংস্থার নিয়মানুযায়ী মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রাপ্ত হবেন।

চাকরির দায়িত্বসমূহ

  • ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড মার্কেটের বিভিন্ন কোম্পানি/এক্টরদের সাথে সমঝোতা চুক্তির মাধ্যমে খামার পর্যায়ে গুণগত উপকরণ ও সার্ভিসের অভিগম্যতা সৃষ্টি এবং উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখা।
  • ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য সুনির্দিষ্ট ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, আর্থিক ও হিসাব রক্ষণ ব্যবস্থাপনা, পণ্যের ট্রেসেবিলিটি বজায় রাখা ইত্যাদি বিষয়ে সহযোগিতা করা।
  • মূল্য সংযোজিত মৎস্য পণ্য বাজারজাতের লক্ষ্যে বাজার সম্ভাব্যতা যাচাই এবং বাজার চাহিদা বৃদ্ধির কৌশল নির্ধারণ।
  • হিমায়িত মৎস্য পণ্যের গুণগত দিকসমূহ ভোক্তা পর্যায়ে প্রচার এবং এতদ্বিষয়ক ক্যাম্পেইন, ইভেন্ট ইত্যাদি আয়োজন করা।
  • উপ-প্রকল্পের ভিসিএফ-এর সহযোগিতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে নিরাপদ ও বৈচিত্র্যপূর্ণ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ।
  • পণ্য উৎপাদন হতে ভোক্তা পর্যন্ত সরবরাহ ব্যবস্থায় আহরণ, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং, পরিবহন, সংরক্ষণ, বিপণন ইত্যাদি যাবতীয় ক্ষেত্রে উদ্যোক্তাকে সহযোগিতা করা এবং এতদ্বিষয়ে উদ্যোক্তার দক্ষতা উন্নয়ন ও সংশ্লিষ্ট অপারেশন মডিউল প্রণয়ন।
  • পণ্যের সনদায়নের জন্য মৎস্য অধিদপ্তর, বিএসটিআইসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি দপ্তরসমূহের সাথে কার্যকর সংযোগ স্থাপন।
  • বিভিন্ন অঞ্চল হতে প্রাপ্ত/উৎপাদিত মৎস্য ও মৎস্য পণ্যের ব্রান্ডিংয়ের জন্য উদ্যোগ গ্রহণ।
  • মৎস্য খাত উন্নয়নে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সরকারি ও বেসরকারি খাতের নীতিমালাসমূহ পর্যালোচনা করা, বিদ্যমান নীতিমালার বাস্তবায়ন ও প্রয়োজনে নতুন/ব্যবসাবান্ধব নীতিমালা উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট কোম্পানি ও এসোসিয়েশানের সাথে এয়্যডভোকেসি করা।
  • উদ্যোক্তাদের বিজনেস মডেল ও মার্কেটিং প্ল্যান উন্নয়নে স্টাফদের সহযোগিতা, প্রকল্পের স্টাফদের মাঝে লার্নি ও শেয়ারিং সেশনের আয়োজন, স্টাফদের মেনটরিং ও মুল্যায়নে সার্বিক কর্মকান্ড গ্রহণ।
  • প্রকল্পের বেইজলাইন/সাব-সেক্টর স্টাডি, মিডটার্ম রিভিউ, চূড়ান্ত মূল্যায়ন, প্রকল্পের শিখন, কেইসস্টাডি, বেস্ট প্রাকটিস ইত্যাদি বিষয়ে প্রকাশনা তৈরি করতে যোগ্য পরামর্শক নিয়োগ ও কার্যসমূহ সম্পাদন করতে কার্যকরী ভূমিকা রাখা।
  • পিকেএসএফ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগের মাধ্যমে সুষ্ঠুভাবে ও অতি দ্রুতসময়ের মধ্যে কার্যসম্পাদনের বিষয়ে সমন্বয় করা এবং প্রকল্পের ফলাফল অর্জনে প্রকল্পের টিম হতে কর্মপন্থা গ্রহণ ও বাস্তবায়ন।
  • এছাড়া সংস্থা কর্তৃক প্রদত্ত প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকান্ড যথা সময়ে সম্পন্ন করতে তৎপর থাকা।

সুযোগ-সুবিধাসমূহ

  • Festival Bonus: 3 (Yearly)

আগ্রহী প্রার্থীগণকে আগামী ৩১ শে ডিসেম্বর – ২০২২ ইং তারিখ বিকাল ৫টার মধ্যে নির্বাহী পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) সোপিরেট-এর প্রকল্প প্রধান কার্যালয়; শেখ রাসেল সড়ক,সমসেরাবাদ, লক্ষ্মীপুর-৩৭০০. এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। ( sopirethr@gmail.com ) – ইমেইলে আবেদন প্রেরন করা যাবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা। নিয়োগ সংক্রান্ত যেকোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।

আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২২

Apply for this position

Allowed Type(s): .pdf, .doc, .docx

Apply for this position

Allowed Type(s): .pdf, .doc, .docx