সোপিরেট ১৯৮৭ সালে আব্দুল মজিদ প্রাথমিক বিদ্যালয় নামে একটি স্কুল স্থাপন করে। পরবর্তীতে জাপান ইউনেস্কো এসোসিয়েশনের সহায়তায় লক্ষ্মীপুর সদর থানার বিভিন্ন গ্রামে পাঁচটি।
কমিউনিটি লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করে। উল্লেখ্য যে, পরবর্তীতে ইউনেস্কো এসোসিয়েশন অব জাপান অর্থসহায়তা বন্ধ করলেও সোপিরেট নিজস্ব তহবিল হইতে উক্ত শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া হয়। বর্তমানে কুয়ানা ইউনেস্কো এসোসিয়েশন জামিরতলী কমিউনিটি লার্নিং সেন্টার এর সহায়তা দিয়ে যাচ্ছে। শিক্ষাই জাতির মেরুদন্ড তাই সোপিরেট বৈদেশিক অর্থ সহায়তা না পেলেও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে। কুয়ানা ইউনেস্কো এসোসিয়েশন ২০১২ সাল পর্যন্ত অর্থ সহায়তা দিয়েছে। সংস্থা জাপান ইউনেস্কো এসোসিয়েশন এবং কুয়ানা ইউনেস্কো এসোসিয়েশনের কাছে অর্থ সহায়তা দেওয়ার জন্য বিশেষভাবে কৃতজ্ঞ। একই সাথে বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরো এবং শিক্ষা মন্ত্রনালয়ের প্রাসঙ্গিক বিভাগ সমুহের প্রয়োজনীয় সহায়তার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছে। শিক্ষার পাশাপাশি শিশুদের পরিবারগুলো অর্থনৈতিক কারনে যেন তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ না করে তার জন্য ছাত্র-ছাত্রীদের মায়েদেরকে আয় বৃদ্ধিকরণ প্রকল্পে ট্রেনিং দিয়ে থাকে। একই সাথে বিভিন্ন আয় বৃদ্ধিকরণ প্রকল্পের জন্য ট্রেনিং এর পর অর্থ সহায়তা/ঋণ প্রদান করে থাকে।