সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারী উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য, প্রবীণ হিতৈষী, কৈশর, রেইজ, Bangladesh Rural Water, Sanitation and Hygiene for Human Capital Development Project , আরএমটিপি (ভ্যালু চেইন), সমন্বিত কৃষি এবং দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ এর সনদ প্রাপ্ত (সনদ নং -০১৮৭৪-০২০৮৬-০০২৭৯)। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইফাদ এর অর্থায়নে পরিচালিত Rural Microenterprise Transformation Project এর আওতায় “নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ”; উপ-প্রকল্পে জরুরী ভিত্তিতে ০১ (এক) জন মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার পদে নিয়োগের জন্য যোগ্য, সৎ, কর্মঠ ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
- কর্ম এলাকাঃ চট্রগ্রাম বিভাগের জেলা সমুহ (চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর)।
- পদের নামঃ মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার
- পদের সংখ্যাঃ ০১টি
- শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয় হতে মাস্টার্স। বিশেষ করে মৎস্য ভ্যালুচেইন উন্নয়ন প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওযা হবে।
অভিজ্ঞতাঃ
- সংশ্লিষ্ট পদে ০৩ থেকে ০৫ বছর মনিটরিং এর উপর অভিজ্ঞতা থাকতে হবে।
- প্রকল্পের অগ্রগতি রিপোট প্রস্তুতের অভিজ্ঞতা থাকতে হবে।
- বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটারের অফিস প্রোগ্রাম, এক্সেল, পাওয়র পয়েন্ট ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
লিঙ্গঃ
- নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। তবে পুরুষ প্রার্থীদের অগ্রাধিকার দেওযা হবে।
বয়সঃ
- সর্বনিন্ম ৩৫ বছর সর্বোচ্চ ৪৫ বছর।
চাকরির ধরণঃ
- চুক্তিভিত্তিক
দাযিত্ব ও কর্তব্যসমুহঃ
- উপ প্রকল্পের সাব-সেক্টর স্ট্যাডি/বেইসলাইন, মিডটাম, ইন্ডলাইন, শিখন, গুড প্রাকটিস, কেসস্ট্যাডি এবং অন্যান্য্ গুণগত ও সংখ্যাগত প্রতিবেদন তৈরীতে কার্যকরী ভূমিকা রাখা।
- উপ প্রকল্পের লজিক, লগফ্রেম, ভিশন ফর চেঞ্জ, ফ্রেমওয়ার্ক, ইন্টারভেনশন ইত্যাদি পর্যালোচনা, বাজার ব্যবস্থা মূল্যায়নে বিভিন্ন টুলস ব্যবহার, এক্সিট কৌশলের পাথওয়ে বিশ্লেষণপূর্বক কর্মকৌশল তৈরি করা এবং সে অনুযায়ী কর্মকান্ডের ফলোআপ ও পর্যালোচনা অব্যাহত রাখা এবং বাস্তবায়ন পদ্ধতি মনিটরিং করা।
- মোট সময়ের ৫০ শতাংশ সময় মাঠ পরিদর্শনে ব্যয় করা। মাঠ পর্যালোচনার ভিত্তিতে বাৎসরিক কর্মপরিকল্পনা তৈরি এবং তদানুযায়ী ত্রৈমাসিক ও মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা।
- প্রকল্পের কর্মকান্ডের অগ্রগতি অনুযায়ী মাসিক গুণগত ও সংখ্যাগত প্রতিবেদন প্রস্তুত এবং অর্ধবার্ষিক বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদন তৈরি করা।
- উপ প্রকল্পের বেস্ট প্রাকটিস, শিক্ষণ ইত্যাদি জাতীয়ভাবে তুলে ধরা এবং ফেইসবুক লাইক পেইজ তৈরি ও প্রকল্পের ফলাফলসমূহ নিয়মিত তুলে ধরা।
- বিভিন্ন সংস্থা/মার্কেট এক্টরদের বিদ্যমান পলিসি পর্যালোচনা, নতুন পলিসি উন্নয়নে এ্যাডভোকেসি এবং বিভিন্ন সংস্থা/প্রাইভেট সেক্টর কর্তৃক বাস্তবায়নযোগ্য নতুন প্রযুক্তির হস্তান্তর।
- উপ প্রকল্পের সুপারভাইজার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব সুষ্ঠভাবে সম্পন্ন করতে তৎপর থাকা।
- কর্তৃপক্ষ কর্তৃক যে কোন ধরনের আদেশ ও নির্দেশ যথাযথভাবে পালন করা।
বেতন এবং সুযোগ সুবিধাদিঃ
- মাসিক বেতন ৩৫,০০০ (সর্বসাকুল্যে)
- প্রকল্পের বরাদ্দকৃত বাজেট এবং কাজের পারফরমেন্স অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।
- উৎসব ভাতাঃ বছরে ৩টি (বৈশাখী বোনাসসহ)।
- মোটরসাইকেলের জ্বালানী, মোবাইল বিল, যাতায়াত বিল/ভাতা প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন।
আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ
আগ্রহী প্রার্থীগণকে আগামী ৩০শে মে- ২০২৪ ইং তারিখ বিকাল ৫টার মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) সোপিরেট-এর প্রকল্প প্রধান কার্যালয়; শেখ রাসেল সড়ক,সমসেরাবাদ, লক্ষীপুর-৩৭০০. এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। খামের উপরে পদের নাম ও জেলার নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে।পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।
** যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। ইতোপূর্বে দায়িত্ব পালনে অনিয়ম করেছেন, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।