সোশ্যাল মিডিয়া ভিত্তিক মার্কেটিং সংক্রান্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সম্পাদনের জন্য পরামর্শক প্রতিষ্ঠানসমূহের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডেনমার্ক দূতাবাস (ড্যানিডা) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) কতৃক Rural Microenterprise Transformation Project (RMTP) প্রকল্পটি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা এবং লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর ও রামগঞ্জ উপজেলায় ৫,০০০ জন দরিদ্র, অতি-দরিদ্র এবং ক্ষুদ্র উদ্যোক্তার মাধ্যমে “নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ” শীর্ষক উপ-প্রকল্পটি বাস্তবায়ন করছে। যার সার্বিক উদ্দেশ্য হলো: ক্ষুদ্র ও প্রন্তিক চাষী পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক পুষ্টি উন্নয়ন।

উক্ত প্রকল্পের উদ্যোক্তাদের পণ্যসমূহকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমনঃ ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহার করে ব্রান্ডিং কার্যক্রম সম্পাদনের নিমিত্ত উদ্যোক্তাদেরকে সোশ্যাল মিডিয়া ভিত্তিক মার্কেটিং বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য উদ্যোক্তাদের পণ্যের প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া ভিত্তিক মার্কেটিং সংক্রান্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সটি সম্পাদনের জন্য পরামর্শক প্রতিষ্ঠানসমূহের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।

চুক্তির সময়কাল

৫ ব্যাচের জন্য প্রতি ব্যাচের আওতায় ২০ জন উদ্যোক্তাকে ১ দিনব্যাপী মোট ৫ দিন প্রশিক্ষণ প্রদান করতে হবে।

ক) পরামর্শক প্রতিষ্ঠান

  • পরামর্শক প্রতিষ্ঠানটির ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে-যার মধ্যে প্রশিক্ষণ প্রদান, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল এডুকেশন টেকনোলজি (Edtech)/ অ্যাডভার্টাইজিং টেকনোলজি (Adtech), অনলাইন মিডিয়া/ব্লগ ইত্যাদি বিষয়ের ওপর ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • পরামর্শক প্রতিষ্ঠানের কোম্পানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে), বৈধ ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং আর্থিক সক্ষমতা যাচাইয়ের জন্য ন্যূনতম ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রেরণ করতে হবে।
  • পরামর্শক প্রতিষ্ঠানটির বৈধ ইনকাম ট্যাক্স, ভ্যাট সার্টিফিকেট থাকতে হবে।
  • প্রাতিষ্ঠানিক কমিটির সদস্য/পরিচালনা পর্ষদের সদস্যদের তালিকা প্রেরণ করতে হবে।
  • পরামর্শক প্রতিষ্ঠানটির একটি দক্ষ টিম কম্পোজিশন থাকতে হবে (১০-২০ জন)।
  • ৬ বছরে সম্পাদিত এবং বর্তমানে চলমান অ্যাসাইনমেন্টসমূহের বিবরণ প্রদান করতে হবে। তবে প্রশিক্ষণ বিশেষত ডিজিটাল মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ সংক্রান্ত কর্মকাণ্ড সম্পাদনের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

খ) টিম কম্পোজিশন

ডিজিটাল মার্কেটিং সংশ্লিষ্ট পরামর্শক-৬-১০ জন।

শিক্ষাগত যোগ্যতা

যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতক পাশ হতে হবে

অভিজ্ঞতা

  • স্বনামধন্য প্রশিক্ষণ একাডেমি, বিজ্ঞাপনদাতা এজেন্সি/প্রতিষ্ঠান, ডিজিটাল মার্কেটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ওয়েব মিডিয়া/ব্লগ, ডিজিটাল এডুকেশন টেকনোলজি (Edtech)/ অ্যাডভার্টাইজিং টেকনোলজি (Adtech) স্টার্ট-আপ-এ কমপক্ষে ০৩ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং/ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত প্রশিক্ষক হিসেবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া/ডিজিটাল প্ল্যাটফর্ম (যেমনঃ Facebook, Twitter, Instagram. LinkedIn, Tiktok, YouTube ইত্যাদি)-এ সৃজনশীল ও আকর্ষণীয় কনটেন্ট প্রস্তুত সংক্রান্ত, সোশ্যাল মিডিয়া মেট্রিক্স এবং অ্যানালাইটিক্স সংক্রান্ত অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বৈষয়িক দক্ষতা

  • Canva/Canva pro
  • Chat GPT
  • Lead Generation
  • Search Engine Optimization (SEO)
  • Google Advertising
  • Video content creation Campaigns and Analytics
  • Social Media Page/Channel Boosting
  • YouTube Marketing

কম্পিউটার স্কিল

পরামর্শকের উপরোক্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের জন্য প্রয়োজনীয় কম্পিউটার স্কিল যেমনঃ মাইক্রোসফট অফিস, গ্রাফিক্স বিষয়ক সফটওয়্যার ইত্যাদি চালনার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স

সর্বোচ্চ ৫০ বছর হতে হবে

সম্মানী

প্রতি ব্যাচের জন্য ১০,০০০ টাকা মোট ৫ ব্যাচের জন্য ৫০,০০০ টাকা সম্মানী প্রদান করা হবে।

আবেদন পাঠানোর শেষ সময়

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১০ দিনের মধ্যে।

আবেদন পাঠানোর ঠিকানাঃ-
প্রধান নির্বাহী কর্মকর্তা
সোপিরেট
প্রকল্প প্রধান কার্যালয়; শেখ রাসেল সড়ক,সমসেরাবাদ,
লক্ষীপুর-৩৭০০.
মোঃ শরীফ হোসেন

উপ-সমন্বয়কারী
সোপিরেট
প্রকল্প প্রধান কার্যালয়;
শেখ রাসেল সড়ক,সমসেরাবাদ,
লক্ষীপুর-৩৭০০।

Apply for this position

Allowed Type(s): .pdf, .doc, .docx

Apply for this position

Allowed Type(s): .pdf, .doc, .docx