সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারী উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য, প্রবীণ হিতৈষী, কৈশোর, রেইজ, Bangladesh Rural Water, Sanitation and Hygiene for Human Capital Development Project , আরএমটিপি (ভ্যালু চেইন), সমন্বিত কৃষি এবং দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ এর সনদ প্রাপ্ত (সনদ নং -০১৮৭৪-০২০৮৬-০০২৭৯) এবং পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত সংস্থার চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচীর (মাইক্রোক্রেডিট) ও নতুন কর্মএলাকা সম্প্রসারনের জন্য সংস্থার কর্মএলাকায় গ্রামীণ জনগোষ্টির সাথে কাজ করতে আগ্রহী যোগ্য, সৎ, কর্মঠ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে জরুরী ভিত্তিতে সহকারী আইটি কাম এমআইএস অফিসার পদে নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
- কর্ম এলাকাঃ চট্রগ্রাম বিভাগের জেলা সমুহ (চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর)।
- পদের নামঃ সহকারী আইটি কাম এমআইএস অফিসার
- পদের সংখ্যাঃ ০৫টি
- লিঙ্গঃ নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। তবে পুরুষ প্রার্থীদের অগ্রাধিকার দেওযা হবে ।
- বয়সঃ ২৫ থেকে ৩৫ বছর।
- চাকরির ধরণঃ স্থায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ
- যে কোন বিষয় হতে মাস্টার্স (Masters degree in any discipline) অথবা
- কম্পিউটার সায়েন্সে চার (০৪) বছরের ডিপ্লোমা কোর্স (হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিং) (Four years Diploma in Computer Science (Hardware, Software and Networking)
- তবে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওযা হবে (Computer Science Background & Experienced Candidate will be Given Preference)।
অভিজ্ঞতাঃ
- সংশ্লিষ্ট পদে ০২ থেকে ০৩ বছর আইটি কাম এমআইএস এর উপর অভিজ্ঞতা থাকতে হবে।
- বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটারের অফিস প্রোগ্রাম, এক্সেল, পাওয়র পয়েন্ট ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- Microfin360 next পরিচালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধীকার দেওয়া হবে।
দায়িত্ব ও কর্তব্যসমুহঃ
- পিকেএসএফ এবং এমআরএ’র গাইড লাইন মোতাবেক ঋণ কার্যক্রম এর শাখা সমূহ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে MIS রিপোর্ট তৈরী করা।
- Microfin360 next পরিচালনায় দক্ষ হতে হবে।
- কম্পিউটার সফটওয়ার ও হার্ডওয়ারের কাজ জানতে হবে।
- ক্ষুদ্রঋণ পরিচালিত প্রতিষ্ঠানের অভিজ্ঞতা থাকতে হবে।
- ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং কম্পিউটার অফিস প্রোগ্রাম বিশেষ করে এক্সেলে পারদর্শী হতে হবে।
- পিকেএসএফ এর অডিট ও পরিদর্শন আপত্তি /পর্যবেক্ষণসমূহ এর নিষ্পত্তি কাজে সহযোগিতা এবং কেন্দ্রীয় কার্যালয়ের ক্যাশ বুক, জেনারেল লেজার, কন্ট্রোল লেজার, চেক ইস্যু রেজিষ্টার, সম্পত্তি রেজিষ্টার ও ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরনে বিশেষভাবে পারদর্শী হতে হবে।
- দায়িত্ব ও কাজের চাপ নেয়ার মন মানসিকতা থাকতে হবে।
- প্রথম ৬ মাস কাজকর্ম পর্যবেক্ষণে সন্তোষজনক বিবেচিত হলে পরবর্তীতে নিয়মিত করণের ব্যবস্থা নেওয়া হবে।
- ডেটার ইনস্টলেশন, কনফিগারেশন, রক্ষণাবেক্ষণ, ব্যাকআপ এবং পুনরুদ্ধার। সিস্টেমের জটিল সমস্যাগুলির জন্য প্রাথমিক সহায়তা প্রদান এবং ব্যবহারকারীদের এবং ডেটা সেন্টার অপারেশনগুলির বর্ধিত সমস্যাগুলির জন্য সহায়তা প্রদান ৷
- ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, নেটওয়ার্ক প্রিন্টার, ফটোকপিয়ার, স্ক্যানার ইত্যাদি ইনস্টল ও রক্ষণাবেক্ষণ।
- এমআইএস এবং আইটি বিষয়ক ট্রেনিং প্রদানে দক্ষ ও মন মানসিকতা থাকতে হবে।
- ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অতিরিক্ত দায়িত্ব দিলে তা যথাযথভাবে পালন করা।
- কর্তৃপক্ষ কর্তৃক যে কোন ধরনের আদেশ ও নির্দেশ যথাযথভাবে পালন করা।
বেতন এবং সুযোগ সুবিধাদিঃ
শিক্ষানবীশ কাল (৬) মাস ২৫,০০০ টাকা, স্থায়ী করনের পর ৩০,০০০ টাকা। Mobile bill, Performance bonus, Provident fund, Insurance, Gratuity, Food Allowance, Festival Bonus: বছরে ৩টি । মোবাইল বিল প্রদান করা হবে। কিলোমিটার প্রতি ৪.০০ টাকা হারে মোটর সাইকেল ফুয়েল বিল প্রদান। নিজের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা। উৎসাহ ভাতা, বৈশাখী ভাতা, খাদ্য ভাতা: ৩০০০ টাকা প্রতি মাসে প্রদান করা হবে, ডিসেম্বর ক্লোজিং-য়ে পারফরম্যান্স অনুযায়ী বেসিক সমপরিমান বোনাস ও সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। শিক্ষানবীশ কাল শেষে মূল্যায়নের ভিত্তিতে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা (বাৎসরিক ইনক্রিমেন্ট, বাৎসরিক ৩টি উৎসবভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, এবং গ্রাচ্যুইটি) প্রদান করা হবে। প্রথম দুই সন্তান প্রর্যন্ত ২০০০ টাকা (দুই হাজার) করে মোট ৪০০০ (চার হাজার) টাকা শিক্ষা ভাতা পাবেন।
আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ
আগ্রহী প্রার্থীগণকে আগামী ৩০ জুন- ২০২৪ ইং তারিখ বিকাল ৫টার মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) সোপিরেট-এর প্রকল্প প্রধান কার্যালয়; শেখ রাসেল সড়ক,সমসেরাবাদ, লক্ষীপুর-৩৭০০. এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে/ sopirethr@gmail.com এই ইমেইলে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে। খামের উপরে পদের নাম ও জেলার নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে।পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।
** যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। ইতোপূর্বে দায়িত্ব পালনে অনিয়ম করেছেন, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।