সোপিরেট একটি বেসরকারী উন্নয়ন সংস্থা ১৯৮৫ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ যাচ্ছে। সোপিরেট তার জন্মলগ্ন থেকে লক্ষ্মীপুর জেলার দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার মাধ্যমে কাজ শুরু করে পরবর্তিতে সংস্থা চাঁদপুর, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে তার পরিধি বিস্তার করে। বর্তমানে সংস্থাটি পিকেএসএফ এর অর্থায়নে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্রঋন কার্যক্রম পরিচালিত করছে। ঋন কার্যক্রমের পাশাপাশি সংস্থা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রবীণ কর্মসূচি, সাংস্কৃতিক ও ক্রীড়া এবং কৈশোর কর্মসুচির মাধ্যমে অত্র অঞ্চলের জনগনের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশে করোনা মহামারীর কারনে বর্তমানে সমাজের খেটে খাওয়া মানুষের জন্য সংস্থার তহবিল থেকে গত ৩০ শে মার্চ ২০২০ইং ১১৬ টি পরিবারকে ত্রান সহায়তা প্রদান করা হয়।